মৌলভীবাজার

লাউয়াছড়ায় চিতা বিড়াল অবমুক্ত

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে জানকীছড়া বনাঞ্চলে একটি বিপন্ন প্রজাতির চিতা বিড়াল অবমুক্ত করা হয়েছে। শুক্রবার এই চিতা বিড়ালটি অবমুক্ত করেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ (সিলেট) বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম, সাংবাদিক রিপন দে, প্রাণী প্রেমী সোহেল শ্যাম প্রমূখ। চিতা বিড়ালটি গত জানুয়ারী মাসে সুনামগঞ্জ থেকে আহতাবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গলে নিয়ে আসা হয়েছিল। প্রাণী প্রেমী সোহেল শ্যাম জানান, চিতা বিড়ালটি সুনামগঞ্জের ইসলাপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছিল। ওই গ্রামের এক যুবক চিতা বিড়ালটি বাড়িতে পালার জন্য খাঁচার ভেতর আটকিয়ে রেখেছিল।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, উদ্ধার করা চিতা বিড়ালটি আমাদের রেসকিউ সেন্টারে রাখা ছিল। বিড়ালটি খুব ছোট ছিল। এখন একটু বড় হয়েছে। শিকার ধরে খাবার উপযোগী হওয়ায় বনে ছেড়ে দেয়া হয়েছে।

Back to top button