বিয়ানীবাজার সংবাদ
কুশিয়ারা নদীতে ধরা পড়লো বিশাল বাঘাইড় মাছ (ভিডিওসহ)

জুবায়ের আহমদ: বিয়ানীবাজারের কুশিয়ারা নদীতে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ। রবিবার দুপুরে কুশিয়ারা নদীতে নাজিম উদ্দিন নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ২৫ হাজার টাকা বিক্রি করতে চান বলে জানান তিনি। এখন পর্যন্ত মাছটি সর্বোচ্চ ২০ হাজার ৫০০ টাকা দাম উঠেছে।
মাছটির বিক্রেতা নাজিম উদ্দিন বলেন, মাছটি কুশিয়ারা নদী থেকে ধরা হয়েছে। ২৫ হাজার টাকা হলে বিক্রি করে দিবো। এখন পর্যন্ত ২০ হাজার ৫০০ টাকা পর্যন্ত দাম হয়েছে। সিলেট থেকে একজন ব্যবসায়ী মাছটি নিয়ে সিলেট যাওয়ার জন্য বলেছেন। আমি মাছটি সিলেট নিয়ে যাবো না। যা পাই এখানেই বিক্রি করবো।
মাছটি বিক্রির জন্য বৈরাগী বাজারে তুলা হবে বলেও জানান তিনি। আগ্রহী ক্রেতারা বৈরাগী বাজারে আসার অনুরোধ জানান নাজিম উদ্দিন।