বড়লেখা

লকডাউনের প্রথম দিনে যেমন ছিলো বড়লেখার চিত্র

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা: দেশে হঠাৎ করে করোনার সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সরকার সারাদেশে কঠোর লকডাউন ঘোষনা করেছে। বুধবার থেকে শুরু হওয়া এ লকডাউন চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে মৌলভীবাজারের বড়লেখায় লকডাউন বাস্তবায়নে মাঠে ছিলো প্রশাসন। অপ্রয়োজনে এবং স্বাস্থ্যবিধি না মেনে যারা বাড়ি থেকে বের হয়েছেন তাদের জরিমানা করা হয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) করোনার বিধিনিষেধ উপেক্ষা করে পৌর শহরে অবৈধ গাড়ি নিয়ে চলাচল ও স্বাস্থ্যবিধি না মানার কারণে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ৩০ টি মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ৭,৩০০ টাকা জরিমামা আদায় করা হয়।

এদিকে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘সর্বাত্মক লকডাউনের’ প্রথম দিন কড়াকড়িভাবে পালিত হয়েছে বড়লেখায় । এদিন সকাল থেকেই রাস্তায় যানবাহন চলেনি, দোকানপাটও ছিল বন্ধ। পৌর শহরের অভিজাত অনেক রেস্টুরেন্ট খুলেনি। শপিং মলও ছিলো বন্ধ। উপজেলার দুই প্রান্তে পুলিশের ছিলো কড়া চেকপোস্ট।

তবে বেলা বাড়ার সাথে সাথে পৌর শহরে মানুষের সমাগম কিছুটা বাড়তে শুরু করে। বিকেলের দিকে পৌর শহরে মানুষের কিছুটা ভিড় লক্ষ করা যায়। এসময় বেশিরভাগ মানুষের মুখে মাস্ক থাকলেও বিচ্ছিন্ন ভাবে কিছু মানুষকে মাস্ক ছাড়া চলাফেরা করতে দেখা গেছে। এসময় কিছু ছোট ছোট হোটেল রেস্তোরায় মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

এবিষয়ে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বলেন, সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা ও বিনা প্রয়োজনে বাজারে ঘোরাঘুরি করার কারণে ৩০ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ৩০ টি মামলায় ৭ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে সর্বাত্মক মাঠে থাকবে প্রশাসন। তিনি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার অনুরোধও জানান।

Back to top button