স্বাস্থ্যবিধি মেনে বিয়ানীবাজারে মুসল্লীরা নামাজ আদায় করছেন

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলছে লকডাউন। আর লকডাউন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গুলোর পাশাপাশি ধর্মীয় উপসনালয়গুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। প্রথম রমজান থেকে শুরু হওয়া লকডাউন সহ সরকারের নির্দেশনা যথাযথ ভাবে পালন করছেন বিয়ানীবাজারের ধর্মপ্রাণ মুসলমানেরা। সরকারের পক্ষ থেকে শেষ নির্দেশনা না আসা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড সহ উপজেলার ১১ টি ইউনিয়নে স্বাস্থ্যবিধি মেনে এবারের রমজান মাসে নামাজ আদায় করবেন কয়েক হাজার মুসল্লী।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ১৪ এপ্রিল থেকে মসজিদে নামাজ আদায়ে বিশেষ নির্দেশনা জারি করেছে। সেখানে বলা হয়েছে, মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ এবং তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন। তবে জুমার নামাজে মুসল্লিদের সংখ্যা নির্ধারণ করা হয়নি। তবে জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের অংশগ্রহণ করতে হবে।