মৌলভীবাজার

কমলগঞ্জে ভারতীয় পাতার বিড়িসহ গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ভারতীয় পাতার বিড়িসহ ২ চোরাকারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে র‌্যাব-৯ এর এএসপি ওবাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে কমলগঞ্জ থানার রহিমপুর ইউনিয়নের ছয়কুট নতুন বাজার থেকে তাদেরকে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কমলগঞ্জ থানার শিরি সূর্য্য ইউনিয়নের মৃত সোহরাব খাঁনের ছেলে মো. দোলন খাঁন (৪০) এবং একই থানার প্রতাপী উত্তরপাড় ইউনিয়নের মো. হিরণ মিয়ার ছেলে মো. কোয়াজ মিয়া (২৯)। এ সময় তাদের কাছ থেকে অর্ধলক্ষ টাকার ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়।

পরে তাদের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলে বিজ্ঞপ্তিটিতে জানানো হয়।

Back to top button