বিয়ানীবাজারে লকডাউনে যানচলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক:: করোনার সংক্রমন বৃদ্ধি পাওয়ায় দেশে ৭ দিনের লকডাউন ঘোষনা করেছে সরকার। লকডাউনে গনপরিবহন বন্ধ থাকার ঘোষনা করে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু সেই নির্দেশনা মানতে নারাজ বিয়ানীবাজার সিএনজিচালিত অটোরিকশা চালকেরা। নিষেধাজ্ঞা অমান্য করে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন রাস্তায় সিএনজি চলাচল করতে দেখা গেছে। তবে অন্যান্য গনপরিবহন চলাচল করতে দেখা যায়নি।
সরেজমিন বিয়ানীবাজার পৌর শহরে দেখা যায় সিএনজি চলাচল করছে। নির্ধারিত স্ট্যান্ডে যাত্রী উঠানামা করা হচ্ছে। কানলি-বিয়ানীবাজার সড়কে দেখা যায় একই চিত্র।
এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই এক জায়গা পরে কোথাও পুলিশের অবস্থান দেখা যায়নি। লকডাউন বাস্তবায়নে পুলিশের কঠোর অবস্থানে যাওয়ার নির্দেশনা থাকলেও বিয়ানীবাজারে পুলিশকে কঠোর হতে দেখা যায়নি।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক মেহেদি বলেন, লকডাউন বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পুলিশ চেক পোষ্ট আরও বৃদ্ধি করা হবে এবং নির্দেশনা বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।