শ্রীমঙ্গলে মাংস কাটার ছুরি দিয়ে স্ত্রীকে খুন করলো কসাই স্বামী

নিউজ ডেস্ক: মাংস কাটার ছুরি দিয়ে স্ত্রীকে খুন করেছে মাসুম মিয়া (২৪) নামের এক কসাই যুবক। শুক্রবার (২ এপ্রিল) রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ আটক করেছে তাকে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার শ্রীমঙ্গলে। এই দম্পতি ১০ দিন যাবত শহরের সুরভী আবাসিক এলাকার লন্ডন প্রবাসী কাওসার আহমেদের বাসায় ভাড়া থাকছিলেন।
নিহতের বড় বোন হালিমা আক্তার জানিয়েছে, চার বছর আগে সুনামগঞ্জের শাল্লার শাহীমা আক্তার ও মাসুম মিয়া প্রেম করে বিয়ে করে। বিয়ের পর প্রায়ই ঝগড়া হতো। গত ২৭ মার্চ শ্রীমঙ্গল সুরভীপাড়ায় বড় বোন হালিমার বাসায় বেড়াতে আসে তারা। ১ এপ্রিল রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে কসাইয়ের কাজে ব্যবহৃত ছুরি দিয়ে শাহীমার বুকে ও হাতে আঘাত করে মাসুম। এতে ঘটনাস্থলেই নিহত হয় শাহীমা।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, রাতেই খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত মাসুম মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।