বড়লেখা

বড়লেখায় কালবোশেখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধস্ত

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় বুধবার রাতের কালবোশেখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কাচা ঘরবাড়ি বিধস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ শতাধিক কাচা বসতঘর, দোকান ও বিদ্যুত লাইন। উপড়ে পড়েছে ব্যাপক গাছপালা।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে প্রবল বেগে কালবোশেখী ঝড় বয়ে যায়।

এতে উপজেলার দক্ষিণভাগ, বর্নি, তালিমপুর ইউপি, বড়লেখা সদর, পৌরসভা এলাকাসহ বিভিন্ন এলাকায় শতাধিক কাচা বসতঘর বিধস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ৩ শতাধিক বসতঘর, দোকান ও বিদ্যুৎ লাইন। অনেকের ঘরের টিনের চাল উড়ে গেছে। বসতঘর, বিদ্যুৎ লাইন ও রাস্তায় উপড়ে পড়েছে ব্যাপক গাছপালা। এতে বিদ্যুৎ বিভ্রাট ঘটে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান জানান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ তার দপ্তরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রেরণ করেছেন। বৃহস্পতিবার অনেকেই বিধস্ত বসতঘরের টিনের জন্য আবেদন নিয়ে সরাসরি তার নিকট আসেন। বরাদ্দের জন্য তিনি উর্ধতন কর্তৃপক্ষ বরাবরে তালিকা প্রেরণ করবেন।

Back to top button