বিয়ানীবাজার সংবাদ

করোনা সংক্রমণ রোধে কঠোর বিয়ানীবাজার উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক ঃ সারা দেশের ন্যায় বিয়ানীবাজারে হঠাৎ বাড়তে শুরু করেছে করোনার রোগী। এ নিয়ে সাধারণ মানুষ সহ প্রশাসনের কপালে নতুন করে দেখা দিয়েছে চিন্তার ভাজ। আজ বুধবার (৩১ মার্চ) বিয়ানীবাজার পৌর শহরে করোনার সংক্রমণ রোধে ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ ও পথ সভা করেছে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন।

নির্বাহী কর্মকর্তা আশিক নুর বলেন, করোনার সংক্রমণ রোধে সরকার নতুন করে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে৷ আমরা সবাই সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে রয়েছি, এবং সকলের মধ্যে মাস্ক বিতরণ করে দিয়েছি। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে করোনা মোকাবেলা করতে।

এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকসানা বেগম লিমা,বিয়ানীবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ছয়ফুল আলম ঝুনু,বিয়ানীবাজার থানার ওসি তদন্ত মেহেদী হাসান, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ প্রমুখ।

Back to top button