বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ২ সপ্তাহের জন্য পল্লবের স্থলাভিষিক্ত হলেন রোকসানা

বিয়ানীবাজার টাইমস ডেস্ক-  বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করবেন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম।

রবিবার সকালে তিনি এক অনুষ্ঠানের মাধ্যমে স্বল্পকালীন এ দায়িত্ব পালন করবেন।

জানা যায়, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ২ সপ্তাহের জন্য সংযুক্ত আরব আমিরাতে গমন করবেন। তার স্থলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজ পরিচালনা করার জন্য প্যানেল চেয়ারম্যান-১ রোকসানা বেগমকে দায়িত্ব দেন। তিনি দেশে আগমন করার পর তার দায়িত্ব পুনরায় গ্রহণ করবেন।

এদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে চেয়ারম্যান আবুল কাশেম পল্লবকে কৃতজ্ঞতা জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন রোকসানা বেগম লিমা।

Back to top button