বিয়ানীবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে পুকুরের পানিতে ডুবে এক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত শিশু উপজেলার চারখাই ইউপির বাবনেরচক গ্রামের উত্তর মাছিমপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে (৭)।
সোমবার (২২মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের বাবনেরচক গ্রামের উত্তর মাছিমপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
মৃত শিশুর পিতা তাজুল ইসলাম বলেন, সোমবার দুপুর ১টা থেকে আমার ৭ বছরের ছেলে নিখোঁজ হয়। এরপর আশপাশের সর্বত্র তার খোঁজ করেও কোন সন্ধান পাইনি। পরে দুপুর ২টার দিকে আমাদের বাড়ির পুকুরের পানিতে আমার ছেলেকে অচেতন অবস্থায় ভাসতে দেখি এবং দ্রুত চারখাই বাজারের সেবা মেডিকেলে নিয়ে আসলে সেখানকার চিকিৎসকরা আমার ছেলেকে মৃত ঘোষণা করেন। পরে নিশ্চিত হওয়ার জন্য ছেলেকে নিয়ে দ্রুত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্বত্যরত চিকিৎসকরাও মৃত ঘোষনা করেন।
এদিকে, বাবনেরচক গ্রামের উত্তর মাছিমপুর গ্রামের তাজুল ইসলামের ৭ বছর বয়সী ছেলের মৃত্যুতে বিয়ানীবাজার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।