বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে পৃথক সড়ক দূর্ঘটনায় আহত ১১, আশংকাজনক ৫ জনকে সিলেটে প্রেরন

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার- সিলেট আঞ্চলিক মহাসড়কের আজ রবিবার (২১ মার্চ) একাধিক সড়ক দূর্ঘটনায় ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক হওয়াতে সিলেট প্রেরণ করেছেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক।

দুপুর দুইটা বিয়ানীবাজা -সিলেট আঞ্চলিক মহাসড়কে বৈরাগী বাজার আব্দুল্লাহ পুর মোটর সাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত হোন এক রক্তদ্বাতা। বিকেল ৪ টায় একই জায়গায় আবারও দুর্ঘটনা ঘটে সব শেষ সন্ধ্যায় উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামের কাকরবিলার সামনে মাইক্রো বাস এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাবেয়া বেগম বিয়ানীবাজার টাইমস কে বলেন, আজ বেশ কয়েকটি সড়ক দূর্ঘটনা ঘটেছে। সর্বমোট ১১ জন রোগী আমাদের এখানে আসে তার মধ্যে আমরা ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেই এবং ৫ জনের অবস্থা আশংকাজনক হওয়াতে সিলেট প্রেরণ করি।

Back to top button