জুড়ী

জুড়ীতে নির্মাণের দেড় বছরে সড়কে ফাটল, দুর্ঘটনার আশঙ্কা

মৌলভীবাজারের জুড়ী-লাঠিটিলা সড়ক নির্মাণের প্রায় দেড় বছরের মাথায় ফাটল দেখা দিয়েছে। ধীরে ধীরে সেই ফাটল আরও বড় হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক, যাত্রী ও স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় দেড়শ’ মিটারের মতো সড়কের মাঝ দিয়ে ফাটল তৈরি হয়েছে। কোথাও কোথাও দেবেও গেছে। দিনদিন ফাটল বড় আকার ধারণ করছে বলে জানান স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে নয়াবাজার থেকে লাঠিটিলা পর্যন্ত ১২ দশমিক ১০ কিলোমিটার সড়ক উন্নীতকরণের কাজ শুরু হয়। পেডমেন্ড প্রশস্থকরণসহ, মজবুতিকরণ, পুনর্নির্মাণ, ওভারলে কাজ ও সাতটি কালভার্ট নির্মাণে ব্যয় হয় ৩৪ কোটি ৫২ লাখ ৭৬ হাজার ৪২৬ টাকা।

কাজটি সম্পাদন করে ঠিকাদারি প্রতিষ্ঠান পিএমপিএল-কেএসএ-জয়েন্ট ভেঞ্চার। এই অঞ্চলিক মহাসড়কটির নির্মাণ কাজ শেষ হয় ২০১৯ সালের ১৪ আগস্টে।

এই সড়কে নিয়মিত চলাচলকারী খোরশেদ আলম বলেন, ‘আমি প্রতিদিন মোটরসাইকেলযোগে যাতায়াতের সময় এই স্থানে আসলে সাইকেলের গতি কমিয়ে যাই। কারণ, এখানে ফাটল দেখা দিয়েছে। অনেক জায়গা আবার দেবে গেছে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’

মালবাহী পিকআপ চালক লুৎফুর রহমান বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের কাজের কারণে রাস্তায় ফাটল দেখা দিয়েছে। ধীরে ধীরে ফাটল বড় হচ্ছে।’

স্কুল শিক্ষক রহিম উদ্দিন বলেন, ‘গত একমাস থেকে রাস্তায় ফাটল দেখা দিয়েছে। কিন্তু কর্তৃপক্ষ এখনো এই জায়গাটি সংস্কারের উদ্যোগ নিচ্ছে না। সড়কটি সংস্কারে কর্তৃপক্ষের পদক্ষেপ নেয়া প্রয়োজন।’

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন বলেন, ‘আমাদের সংস্কার কাজ শুরু হবে। এরপরও আমি ওই স্থান পরিদর্শন করব।’

Back to top button