বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ক্ষোভ থেকেই নাজমিনকে হত্যা করে ঘাতক পাশা

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলা শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামের দশম শ্রেনীর শিক্ষার্থী নাজমিন আক্তার (১৬) কে গত মঙ্গলবার বাড়িতে একা পেয়ে পুর্ব শত্রুতার সূত্রপাতে কুপিয়ে হত্যা করেন ঘাতক নাজিম উদ্দিন (২৩) নামের এক যুবক। গতকাল বুধবার সকালে নাজিম উদ্দিন পাশাকে আদালতে পাঠানো হলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক লায়লা মেহের বানুর কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। জবানবন্দিতে পাশা খুনের কথা স্বীকার করেন।

জানা গেছে, আদালতের স্বীকারোক্তিতে নাজনিন আক্তারের সাথে দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে জানায় বখাটে নাজিম উদ্দিন পাশা। সে আরও জানায়, তবে মাস তিনেক পূর্বে তাদের সেই সম্পর্কে ফাটল ধরে যায়। অন্যদিকে, সম্প্রতি বেশ কিছুদিন ধরে নাজনিনের পরিবারে তার বিয়ে নিয়ে কথাবার্তা চলছিল। এ নিয়ে নাজনিন আক্তার ও নাজিম উদ্দিন পাশার মধ্যে এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়। পরে পারবারিকভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হলে নাজনিন উত্তেজিত হয়ে সকলের সামনেই নাজিম উদ্দিন পাশাকে বর্ণবাদ নিয়ে অপবাদ ও কটাক্ষ করে এবং এতে অপমানিত বোধ করে নাজিম উদ্দিন পাশা। তাছাড়া সম্প্রতি নাজিম উদ্দিনকে দেখে প্রায়ই ব্যঙ্গ করে কথাবার্তা বলতো ও টিটকারি করতো নাজনিন। এ নিয়েই মূলত নাজিম উদ্দিন পাশার মধ্যে ক্ষোভ জমে এবং সর্বশেষ মঙ্গলবার সকালে বাড়ির বাসিন্দাদের অগোচরে নাজনিনকে একা পেয়ে জবাই ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় সে।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত নাজমিন বাড়িতে একা বসে টিভি দেখা অবস্থায় বাড়িতে প্রবেশ করে কুপিয়ে জখম করে। ফলে ঘটনাস্থলেই নাজমিনের মৃত্যু হয়। ঘটনার পর থেকে নাজিম পলাতক থাকলেও পুলিশের সাড়াশি অভিযান মাত্র ৯ ঘন্টার মধ্যে তাকে আটক করে আদালতে প্রেরন করা হয়।

শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিন বলেন, আমার এলাকায় এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্যি দুঃখজনক। অপরাধীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার জোর দাবি জানাই সেই সাথে দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে গ্রেফতার করাই থানা পুলিশকে ধন্যবাদ জানাই৷

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, হত্যা করে দা রেখে পালিয়ে যান নাজিম। বাড়িতে থাকা দুই নারী সদস্য নাজিমের পালিয়ে যাওয়া দেখে ফেলেন। এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর দুপুর ১২টা থেকে টানা সাত ঘণ্টা অভিযান চালিয়ে নাজিমের অবস্থান নিশ্চিত করে পুলিশ। পুলিশ সুপার ও সার্কেল এএসপির নির্দেশনায় এলাকাবাসীকে নিয়ে নাজিমকে আটক করা হয়। আটকের পর নাজিম পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন।

Back to top button