স্বীকারোক্তিতে যা জানালেন বিয়ানীবাজারের নাজমীন হত্যাকারি নাজিম

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলা শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামের দশম শ্রেনীর শিক্ষার্থী নাজমিন আক্তার (১৬) কে গত মঙ্গলবার বাড়িতে একা পেয়ে বিয়ের প্রস্তাব দেয় ঘাতক নাজিম উদ্দিন (২৩) সেই প্রস্তাবে রাজি না হওয়াতে ঐ তরুণীকে কুপিয়ে হত্যা করে সে। বুধবার আদালতে হত্যার বিষয়টি স্বীকার করেছে অভিযুক্ত নাজিম উদ্দিন।
আজ বুধবার সকালে নাজিম উদ্দিন বাশারকে আদালতে পাঠানো হলে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লায়লা মেহের বানুর কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। পরে মহামান্য আদালত তাকে জেলহাজতে প্রেরন করেন।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত নাজমিন বাড়িতে একা বসে টিভি দেখা অবস্থায় বাড়িতে প্রবেশ করে কুপিয়ে জখম করে। ফলে ঘটনাস্থলেই নাজমিনের মৃত্যু হয়। ঘটনার পর থেকে নাজিম পলাতক থাকলেও পুলিশের সাড়াশি অভিযান মাত্র ৭ ঘন্টার মধ্যে তাকে আটক করে আদালতে প্রেরন করা হয়।
নিহত নাজমিন আক্তারের পিতা সামছুল হক চৌধুরী বলেন, সকালে আমার মেয়ে আমাদের প্রতিদিনের মতো চা নাস্তা দিয়েছে। ছেলেরা ও আমি বাড়িতে ছিলাম না এ সময় একা পেয়ে ঘাতক ঘটনাটি ঘটায় খবর পেয়ে এসে দেখে আমার মেয়ে আর নেই। আমর মেয়ের হত্যাকারীর ফাঁসি চাই।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, হত্যা করে দা রেখে পালিয়ে যান নাজিম। বাড়িতে থাকা দুই নারী সদস্য নাজিমের পালিয়ে যাওয়া দেখে ফেলেন। এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর দুপুর ১২টা থেকে টানা সাত ঘণ্টা অভিযান চালিয়ে নাজিমের অবস্থান নিশ্চিত করে পুলিশ। পুলিশ সুপার ও সার্কেল এএসপির নির্দেশনায় এলাকাবাসীকে নিয়ে নাজিমকে আটক করা হয়। আটকের পর নাজিম পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে পুলিশকে নাজিম বলেন, মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। রাজি না হওয়ায় রাগের মাথায় কুপিয়ে হত্যা করেন।