বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রম শুরু

বিয়ানীবাজার টাইমসঃ করোনার ভ্যাকসিনকে মানুষের আরো দেড়গোড়ায় পৌছে দিতে এবার ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসুচি শুরু করেছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

শনিবার (১৩ মার্চ) সকাল ১০ ঘটিকায় উপজেলার চারখাই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক নুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুশফিকীন নূর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচও মোয়াজ্জেম আলী খাঁন, চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমদ আলী, শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও এলাকার জনসাধারণ। সরকারের টিকা কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে অতিথিগন বলেন, মানুষের দেড়গোড়ায় গিয়ে টিকা কার্যক্রম চালাতে ইউনিয়নভিত্তিক টিকা কার্যক্রম শুরু করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

উল্লেখ্য, চারখাই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ইউনিয়ন আলিনগর, চারখাই ও শেওলা ইউনিয়নের সাধারণ মানুষ ভ্যাকসিন গ্রহন করতে পারবেন।

Back to top button