জুড়ী
আমিরাতে করোনায় জুড়ীর খোকার মৃত্যু
জুড়ী সংবাদদাতা : সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সুলতান আহমদ খোকা (৫৫) নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় শারজাহ খলিফা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। খোকা মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা মরহুম হবিব আহমদ মেম্বার এর পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, সুলতান আহমদ খোকা খুব ছোটকালেই আরব আমিরাত পাড়ি জমান। মাঝে মধ্যে বাড়ি আসলেও বিগত প্রায় ২৫ বছরের মধ্যে দেশে আসেননি। তিনি ভারতীয় (কেরালা) এক মহিলাকে বিয়ে করে শারজাহতে বসবাস করছিলেন। সম্প্রতি তিনি শরীরে করোনার লক্ষণ নিয়ে অসুস্থ হয়ে শারজাহ খলিফা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মঙ্গলবার সকালে তাঁর করোনা ফলাফল পজেটিভ আসে। নিঃসন্তান খোকার লাশ দেশে আসবে না বলে জানা যায়।