বিয়ানীবাজারে সক্রিয় হ্যাকাররা, বিপাকে ফেসবুক ব্যবহারকারিরা

মহসিন রনি: বিয়ানীবাজারে সম্প্রতি ফেইসবুক হ্যাকিং বেড়েছে ফেইসবুক আইডি হ্যাক করে ব্যাবহারকারীকে ভার্চুয়াল জগতে বিপদের দিকে ঠেলে দিচ্ছে হ্যাকাররা। বর্তমানে ভার্চুয়াল জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ বলা হয়ে থাকে ফেইসবুক একাউন্টকে যেখানে তথ্য আদান-প্রদান সহ ছবি কিংবা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রিয়জনদের সাথে যোগাযোগ করা হয়। এ ছাড়া ব্যাক্তি জীবনের নানা বিষয়ে গোপনে বন্ধুর সাথে ফেইসবুক শেয়ার করছেন অনেকেই সেই বিষয় গুলো আয়ত্তে নেয়ার জন্য বিয়ানীবাজার মাথাচাড়া দিয়ে উঠেছে হ্যাকার চক্র।
গত কয়েকদিন থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক এবং এক ব্যাবসায়ীর ফেইসবুক আইডি হ্যাক করে বিভিন্ন পরিচিতজনের কাছে টাকা চায় ঐ হ্যাকার চক্র। তবে তাদের রাজত্ব এখানেই সীমাবদ্ধ নয় পৃথকভাবে গত বছর উপজেলার পরিচিত বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিদের ফেইসবুক আইডি হ্যাক করে পরিচিতজনদের কাছে টাকা চেয়েছি তারা। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ নামে বাংলাদেশে একটি আইন পাস হয়েছে এই আইনের ৩৪ ধারা অন্যের আইডি হ্যাক করার শাস্তি বর্ণিত আছে উত্তর ধারা অনুসারে যদি কোন ব্যক্তি হ্যাকিং করে তাহলে তাকে ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হবে অথবা এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। আইনি নির্দেশনার তোয়াক্কা না করে দিন দিন এ উপজেলায় হ্যাকার চক্র সক্রিয় হওয়ায় ভার্চুয়াল জগতে ব্যাক্তিত্ব ও নিরাপত্তাহীনতায় ভুগছেন এ উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিরা।
ভুক্তভোগী বিয়ানীবাজার খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতন এর সহকারী শিক্ষক আব্দুল মালিক বলেন, গত কয়েকদিন আগে আমার ব্যবহৃত ফেইসবুক একাউন্টটি কে বা কারা হ্যাক করে আমার ছাত্রদের কাছে আমি সেজে টাকা দাবি করেছে। এটা আমার জন্য লজ্জাজনক ব্যাপার, আমি একজন আইটি বিশেষজ্ঞের কাছে গিয়ে আবার আমার একাউন্টটি ফিরে পাই।
এ বিষয়ে কয়েকজন ফেসবুক প্রফেশনাল ব্যবহারকারি প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, আইডি মুলত হ্যাক হয়না কাছের মানুষ বিভিন্ন পন্থায় মোবাইলের বিভিন্ন জিনিস আয়ত্তে নিয়ে আইডি নেয়। এ ছাড়াও যারা বিভিন্ন ওয়েব সাইট কিংবা গেইমে ফেইসবুক আইডি ব্যাবহার করেন তাদের আইডি হ্যাক হওয়ার ঝুঁকি বেশি থাকে। এ ক্ষেত্রে যত দ্রুত পদক্ষেপ নিয়ে আইটি বিশেষজ্ঞদের হস্তক্ষেপ নিবেন তত দ্রুত আইডি ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, ফেইসবুক আইডি হ্যাক একটি নিন্দনীয় কাজ, এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে বড় ধরনের কোনো ঘটনা হলে আমাদের আইটি টিম ফেইসবুকের সাথে যোগাযোগ করে তথ্য বের করার চেষ্টা করে। এবং জড়িতদের আইনের আওতায় আনা হয়।