বড়লেখায় সড়কে অবৈধ ট্রাক্টরের রাজত্ব, ফসলী জমির মাটিতে বেহাল অবস্থা
আশফাক জুনেদ, বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখায় আঞ্চলিক সড়ক ও মহাসড়কের পাশে অবস্থিত বিভিন্ন ইটভাটায় পরিবহনের কাজে এবং ব্যক্তিমালিকানাধীন ভুমি ভরাটে নিয়োজিত ট্রাক্টর থেকে মাটি উপচে পড়ে বিভিন্ন স্থানে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও হালকা বৃষ্টিতে সড়ক কর্দমাক্ত হয়ে ঘটছে মারাত্মক দুর্ঘটনা। ট্রাক্টর থেকে পড়া ভেজা মাটির ফলে সড়কের বিটুমিন নষ্ট হচ্ছে এবং অল্পদিনে সড়কের ক্ষতিসাধন হচ্ছে।
সরেজমিনে উপজেলার উত্তর শাহবাজপুরের বোয়ালী-নিজবাহাদুরপুর ,শাহবাজপুর- কানলি সড়ক দক্ষিন শাহবাজপুরের গ্রামের ভিতরের বিভিন্ন সড়ক, নিজবাহাদুরপুরের কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়ক, দাসের বাজারের কলেজ রোড, গোয়ালটাবাজার- সুড়িকান্দি আঞ্চলিক সড়ক, বর্ণির দাসের বাজার- ফকির বাজার সড়ক, দক্ষিনভাগের বিভিন্ন সড়ক দিয়ে সরকারি বিধিমালার তোয়াক্কা না করে কৃষি জমি থেকে টানা হচ্ছে ইট ভাটা ও ব্যক্তিমালিকানাধীন ভুমি ভরাটের মাটি। আর এসব মাটি টানা হচ্ছে সড়কে নিষিদ্ধ ট্রাক্টর দিয়ে। যার ফলে সড়ক দিয়ে মাটি টানার সময় ট্রাক্টরের ঝাঁকুনিতে সড়কে মাটি উপচে পড়ছে। এই অবস্থায় বৃষ্টি হলেই সড়কে ঝরে পড়া মাটি পিচ্ছিল হয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
সংলিষ্ট সুত্রে জানা যায়, উপজেলায় মোট ১৩ টি নিবন্ধিত ইটভাটা রয়েছে। আর এসব ইট ভাটায় ইট তৈরির জন্য প্রয়োজন পড়ে মাটির। আর ভাটার কাজে ব্যবহারের জন্য মাটি বোঝাই ট্রাক্টরে উপজেলার বিভিন্ন সড়ক দিয়ে নেয়া হয়। নেয়ার সময় ট্রাক্টর থেকে উপচে সড়কের উপর মাটি পড়ে এবং ট্রাক্টরের চাকায় লেগে থাকা মাটি সড়কে পড়ে আস্তরণ তৈরি করে। ফলে সামান্য বৃষ্টিতে সড়কে লেগে থাকা মাটি পিচ্ছিল হয়, ঘটে মারাত্মক দূর্ঘটনা।
এ ব্যাপারে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমিদ ইশাদ রিপন বলেন, ইটভাটা কিংবা ব্যক্তি প্রয়োজনে সড়কে ট্রাক্টর দিয়ে মাটি পরিবহনের সময় কিছু মাটি উপচে পড়ে। পরে সেই মাটি গাড়ি চলাচলের সময় সড়কে মিশে যায়। এতে সড়কের যেমন ক্ষতি হয় তেমনি সামান্য বৃষ্টিতে সড়ক পিচ্ছিল হয়ে দুর্ঘটনা ঘটে। আমরা এ ব্যাপারে শীগ্রই ইউএনও বরাবর স্মারকলিপি দেবো।
এ বিষয়ে মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন বলেন, সড়ক দিয়ে মাটি টানার ফলে উপচে পড়া মাটির কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সড়কের বিটুমিনও নষ্ট হচ্ছে। সামান্য বৃষ্টির ফলে উপচে পড়া মাটির কারণে রাস্তা পিচ্ছিল হয় বড় ধরনের দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। আমি এ ব্যপারে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলবো।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, স্থানীয় ইউ/পি সদস্য বা চেয়ারম্যান অথবা যে কেউ সুনির্দিষ্ট তথ্য দিয়ে থানায় অভিযোগ করলে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।