বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে দুই ইউনিয়নে কাল থাকবে না বিদ্যুৎ
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারের দুটি ইউনিয়নে কাল সকাল- সন্ধ্যা থাকবে না বিদ্যুৎ। উপজেলার চারখাই ০পাওয়ার গ্রীড স্টেশনের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার বিকালে গ্রীড স্টেশন কর্তৃপক্ষ মাইকিং করে এই ঘোষণা দেয়।
গ্রীড স্টেশন কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চারখাই ও আলীনগর ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এদিকে, গ্রীডের মেরামত কাজের জন্য নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সার্বিক অসুবিধা সৃষ্টি হওয়ায় সাধারণ গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে গ্রীড স্টেশন কর্তৃপক্ষ।