বড়লেখায় ভারতীয় ফেন্সিডিলসহ ২ যুবক গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার চুকারপুঞ্জি এলাকা থেকে ১১৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ যুবককে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, বড়ময়দান গ্রামের মৃত আফতাব আলীর ছেলে কামাল হোসেন (৩৫) ও বাড্ডা গ্রামের এনাম উদ্দিনের ছেলে শাহেদ আহমদ (২২)। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ন’টার দিকে উপজেলার চুকারপুঞ্জি এলাকায় অভিযান চালায়। এসময় ১১৬ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিলসহ দুই যুবককে পুলিশ গ্রেফতার করে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।