বরাদ্দ বঞ্চিত রাস্তা, বিয়ানীবাজারে এলাকাবাসীর প্রতিবাদ

বিয়ানীবাজার টাইমস ডেস্কঃ বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের উত্তর দুবাগ গ্রামের দক্ষিণ পাড়ায় প্রায় দুই কিলোমিটারের একটি কাঁচা রাস্তা সংস্কার না করায় দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে পাঁচ সহস্রাধিক বাসিন্দাদের। রাস্তাটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে ধর্না দিয়েও কোন ফল পাননি এলাকাবাসী। উল্টো একই এলাকার উত্তর পাড়ার একটি ব্যক্তিগত রাস্তায় মাটি ভরাট কাজ হবে জানার পর বৃহস্পতিবার সকালে প্রতিবাদ সভা করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় মুরব্বী আব্দুস ছালাম চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ চৌধুরী, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান, দুবাগ ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আহমদ আয়াছ, ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি কলিম উদ্দিন। এসময় গ্রামের সর্বস্তরের মানুষজন সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, গ্রামের প্রায় সকলেই আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থক। গ্রামটি নৌকার গ্রাম নামে অনেকের কাছে পরিচিত। গ্রামের হাজার হাজার লোকজন রাস্তাটির জন্য দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহালেও সরকারের বিশেষ বরাদ্দ আসে দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগ প্রভাবশালী নেতার বাড়ির ব্যক্তিগত রাস্তায়। জনদূর্ভোগ লাঘবে অনতিবিলম্বে বরাদ্দ বাতিল করে গ্রামের দক্ষিণ পাড়ার রাস্তাটি মেরামত করার দাবি জানান বক্তারা…
একই গ্রামের দুটি রাস্তায় বরাদ্দ আসা না আসা নিয়ে অনাকাংঙ্খিত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যায় বিয়ানীবাজার থানা পুলিশ। এসময় সমস্যাটি নিরসনে থানা পুলিশ সমাধানের আশ্বাস দিলে স্থানীয়রা প্রতিবাদ সভা প্রত্যাহার করে নেন…
রাস্তাটিতে বরাদ্দ আসার বিষয়টি স্বিকার করলেও গ্রামবাসীর অভিযোগ সঠিক নয় দাবি করেন অভিযুক্ত আওয়ামি লীগ নেতা।।
স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যাটি নিরসন করার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়। সমাধান না হওয়া পর্যন্ত গ্রামবাসীকে শান্ত থাকার অনুরোধ জানান তিনি।