বিয়ানীবাজার সংবাদ

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে বিয়ানীবাজারে সেনাবাহিনীর উদ্যোগে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিয়ানীবাজার টাইমসঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ও বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ ম্যারাথন উপজেলা চত্বর থেকে সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে পণ্ডিতপাড়া, নয়াবাজার পল্লীবিদুৎ ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

ম্যারাথন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, পৌর মেয়র আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর, সেনা কর্মকর্তা মেজর আহমাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোয়াজ্জেম আলী খান চৌধুরী, ভাইস চেয়ারম্যান জামাল হোসেন ও রোকসানা লিমা, সহকারি কমিশনার মুশফিকুন নূর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ কলা, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবনসহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, বিয়ানীবাজার সরকারি কলেজের বিএনসিসি ও রোভার স্কাউটসহ আরো অনেকে।

Back to top button