বিয়ানীবাজারে ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন এ্যারাইভেলস

নিজস্ব প্রতিবেদক- বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট লীগের অষ্টম আসরের সফল সমাপ্তি হয়েছে। সোমবার বিয়ানীবাজার পঞ্চখন্ড মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় টাইগার্স ক্লাবকে ৮ রানে হারিয়ে জয় লাভ করেছে এ্যারাইভেলস স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার।
ফাইনালে খেলা শেষে বিজয়ী ও রানার্সআপদের মধ্যে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় খন্দকার লোকমান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আব্দুস শুকুর, পিএইচজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাছিব জীবন, বিয়ানীবাজার ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবুল হোসেন খছরু, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, সাপ্তাহিক সম্ভাবনা সম্পাদক মাছুম আহমদ, বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রাজেল আহমেদ,বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জিয়া, বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশন এর উপদেষ্টা ছালেহ আহমদ শাহিন,ফ্রান্স প্রবাসী হাজি জাহেদ হোসেন প্রমুখ।