বড়লেখায় সাজাপ্রাপ্তসহ ৬ পলাতক আসামী গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি- বড়লেখা থানা পুলিশ একজন ২ বছরের সাজাপ্রাপ্তসহ বিভিন্ন জি-আর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৬ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে।
জানা গেছে, গোলাপগঞ্জ থানার একটি জি-আর মামলায় বিজ্ঞ আদালত ২ বছরের সাজা প্রদান করেন উপজেলার তালিমপুর ইউপির ইসলামপুর গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে নুরুল ইসলামকে (৩০)। রায় ঘোষণার আগে থেকেই সে আত্মগোপন করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে।
এছাড়া থানার ওসি (তদন্ত) রতন দেবনাথের নেতৃত্বে পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন জি-আর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আরো ৫ পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ২ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার মোট ৬ আসামীকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করেছেন।