বিয়ানীবাজারে ১০ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টাকালে আটক ১
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে ১০ বছরের ছেলে শিশুকে বলাৎকার করার চেষ্টাকালে হাতেনাতে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার খশিরবন্দ এলাকায় ঘৃণ্য এ ঘটনাটি ঘটে।
আটক যুবকের নাম সেবুল আহমদ আহাদ (৩৫)। সে জকিগঞ্জ উপজেলার পূর্ব বেউর গ্রামের শামসুল হকের ছেলে।
জানা যায়, আটক সেবুল আহমদ আহাদ পেশায় একজন রাজমিস্ত্রী। সে রোববার সকালে খশিরবন্দ এলাকার আকবর ট্রেডার্সের গ্যারেজের সাটার বন্ধ করে ভুক্তভোগী শিশুকে বলাৎকারের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় জনতা এসে অভিযুক্ত আহাদকে হাতেনাতে আটক করে থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, ভুক্তভোগী শিশুর বাবা বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।