বিয়ানীবাজারে দুই মোটরসাইকেল চোর আটক:

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে দুই মোটর সাইকেল চোরকে আটক করেছে পুলিশ। আটককৃত মোটর সাইকেল চোর শাকিল আহমদ(২৫) এবং মো: ফয়ছল আহমদ(৩১)।
শাকিল আহমদ মৌলভীবাজার জেলার বড়লেখা থানার গ্রামতলা গ্রামের আয়নুল হকের ছেলে এবং অপর আসামী মো: ফয়ছল আহমদ(৩১) বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রাম গ্রামের আব্দুর রহিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় যে, গত শনিবার (০৬ ফেব্রুয়ারি) রাত্রে স্থানীয় লোকজনের সহয়তায় এসআই/ মো: নূর মিয়া বারইগ্রাম বাজার এলাকা থেকে ০২ চোরকে আটক করে থানায় নিয়ে যান।
পরবর্তীতে আলী হোসেন(২৩) বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে বিয়ানীবাজার থানার মামলা নং-৬, তারিখ-০৭/০২/২০২১খ্রি:, ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয়। আটককৃতরা আন্তঃজেলা মোটর সাইকেল চোর দলের সক্রিয় সদস্য বলে জানায়।
বিষয়টি অফিসার ইনচার্জ জনাব হিল্লোল রায় নিশ্চিত করে বলেন, সিলেট পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নিদের্শনা মোতাবেক সিলেট জেলাকে অপরাধমুক্ত করতে কাজ করে যাচ্ছে পুলিশ। থানা এলাকায় অপরাধ প্রবণতা যাহাতে বৃদ্ধি না পায় সেজন্য পুলিশি টহল জোরদার করা হয়েছে।