বড়লেখা

বড়লেখায় করোনার টিকা নিলেন বিএনপি নেত্রী হাসনা

নিজস্ব প্রতিবেদক, বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখায় করোনার টিকা নিয়েছেন বড়লেখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বড়লেখা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাহেনা বেগম হাছনা। তিনি সোমবার দুপুরে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেন। তার টিকা নেওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

টিকা নেওয়ান পর রাহেনা বেগম হাসনা বলেন, অনেকের রিকুয়েস্টে শেষ পর্যন্ত টিকা গ্রহণ করেছি। টিকা নেওয়ার পর একদিন পার হয়েছে, আপাতত তেমন কোন সমস্যা দেখছি না।

হাসপাতাল সুত্রে জানা যায়, সোমবার দ্বিতীয় দিনে করোনার টিকা নেন রাহেনা বেগম হাসনাসহ সম্মুখ সারির ১৯০ জন। দুপুর দুইটার দিকে রাহেনা বেগম হাসনা টিকা গ্রহণ করেন। করোনার টিকা গ্রহণের আহ্বানে সাড়া দিয়ে তিনি টিকা গ্রহণ করেছেন। এখন পর্যন্ত তিনিসহ যারাই টিকা নিয়েছেন সবাই সুস্থ আছেন। কারো তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি।সোমবার রাহেনা বেগম হাসনা সহ বড়লেখা পৌরসভার মেয়র জনাব আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী,বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব তাজ উদ্দিন,বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাক্তন ইউএইচএফপিও ডা. দিগেন্দ্র , ডা. ফয়েজ উদ্দিন আহমদ,বড়লেখা উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শারমীন আক্তার, ডা. মো. ফয়জুল ইসলাম, ডা. নাজমুল হাছান জিলানী, ডা. ফরিদা ইয়াসমিন, ডা. আফসানা আফরোজ, ডা. নীলিমা আলম, বড়লেখা উপজেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব হরিদাস কুমার , প্রানী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান এবং শিক্ষক সহ নানা পেশার মানুষ টিকা গ্রহণ করেছেন।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রত্নদ্বীপ বিশ্বাস বলেন, সোমবার মহিলা ভাইস চেয়ারম্যান হাসনাসহ মোট ১৯০ জন করোনার টিকা নিয়েছেন। টিকা নেওয়া সবাই সুস্থ আছেন।

উল্লেখ্য, এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ভারতের ভ্যাকসিনে তাদের আস্থা নেই বলে মন্তব্য করেছিলেন। পাশাপাশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আগে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

Back to top button