লন্ডনে করোনায় বিয়ানীবাজারের খায়ের উদ্দিন ফয়েজ’র মৃত্যু, শোক প্রকাশ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন বিয়ানীবাজার উপজেলার কালাইউরা গ্রামের কৃতি সন্তান যুুুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ খায়ের উদ্দিন ফয়েজ (৪২)। তিনি ঢাকায় বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী হোটেল ‘ভিআইপি ইন’র পরিচালক খাসাড়িপাড়া গ্রামের রোটারিয়ান আব্দুল হান্নান এর ভগ্নিপতি।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৬ টায় বার্মিংহামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।
তার এই মৃত্যুতে দেশে ও বিদেশে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি মা, ভাই-বোন, স্ত্রী, ৩ মেয়ে ও এক কোরআনে হাফেজ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শোক প্রকাশ
এদিকে, বিয়ানীবাজার মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল হান্নান এর ভগ্নিপতি যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ খায়ের উদ্দিন ফয়েজ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এছাড়াও শোক প্রকাশ করেছেন, সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, বিশিষ্ট শিক্ষাবিদ মজির উদ্দিন আনসার, যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট শিল্পপতি মো. আবুল হোসেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, সাবেক সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, সিলেটস্থ বিয়ানীবাজার সমিতির সভাপতি ডা. ফয়েজ উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক এডভোকেট মহব্বত খান, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র সভাপতি মামুন রশীদ ও সাধারণ সম্পাদক কামরুল হোসেন মুন্না, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুয়াইবুর রহমান, বিয়ানীবাজার টাইমস সম্পাদক তোফায়েল আহমদ।
পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।