বড়লেখা

সাহেদ আহমদ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় সাহেদ আহমদ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার উত্তর শাহবাজপুরের বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টে ৮ টি টিম অংশগ্রহণ করে। চুড়ান্ত পর্বে উত্তীর্ণ হয় মামু ভাগনা জুটি বোয়ালী ও ভাই ভাই জুটি উজানিপাড়া। ফাইনাল খেলায় ৩-০ সেটে ভাই ভাই জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মামু ভাগনা জুটি বোয়ালী। আমেরিকা প্রবাসী সাহেদ আহমদের পৃষ্টপোষকতায় এই টুর্ণামেন্ট অনুষ্ঠত হয়।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরী অনুষ্ঠানে বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও বোয়ালী ইসলামী ছাত্র পরিষদের সাধারন সম্পাদক জাফর হিসামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আশফাক জুনেদ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.তাজ উদ্দিন।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুস সহিদ খাঁন, শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক খুরসেদ আলম, ইউপি সদস্য সেলিম আহমদ খান, সাংবাদিক তোফায়েল আহমদ প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বোয়ালী গ্রামের মুরব্বি নিজাম উদ্দিন, আব্দুল জলিল, মাতাব উদ্দিন,আব্দুল হান্নান লুদাই, আব্দুল হাদি, আব্দুল দাইয়ান জুয়েল, আব্দুস সবুর, বিয়ানীবাজার টাইমসের আইটি বিশেষজ্ঞ ওমর ফারুক, বিয়ানীবাজার টাইমসের ফটোগ্রাফার সালমান আহমেদ, বোয়ালী ইসলামী ছাত্র পরিষদের উপদেষ্ঠা মাহমুদ আহমদ, খালেদ আহমদ, পরিষদের সহ-সভাপতি নাইম আহমদ, মাহফুজ খান, সহ-সাধারন সম্পাদক রাশেদ আহমদ, অর্থ সম্পাদক তাহের আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক কাওছার আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাকিল আহমদ, সদস্য আল আমিন আহমদ, আলি আহসান, জাকারিয়া আহমদ, তারেক আহমদ, মোশাররফ আহমদ, হানিফ আহমদ, এমাদ আহমদ, মোরাদ আহমদ,নাইম আহমদ।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথীরা। পরে খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Back to top button