বিয়ানীবাজারের শেওলায় এবার বিএনপির পাল্টা কমিটি
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারের শেওলায় এবার বিএনপির পাল্টা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে শেওলা ইউনিয়ন বিএনপির কর্মী আব্দুল বাছিত’র বাড়ীতে অনুষ্টিত সভায় এ কমিটি গঠন করা হয়। বিয়ানীবাজার উপজেলা আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ছরওয়ার হোসেন কমিটির বিষয়টি নিশ্চিত করেন।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এ এইচ তানভীরের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হোসেন পুতুল। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, সিনিয়র সদস্য সরওয়ার হোসেন, আব্দুল হাফিজ, আবুল হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা আলা উদ্দিন আলাই, আব্দুল বাছিত, জিলুর রহমান, মিছবা উদ্দিন, শাব্বির আহমদ, মোছলেহ উদ্দিন, চেয়ারম্যান প্রার্থী ফজলে রাফি চৌধুরী ইরাদ।
সভায় সর্বসম্মতিক্রমে ৪নং শেওলা ইউনিয়ন বিএনপির কমিটিতে আলাউদ্দিন আলাইকে আহবায়ক ঘোষণা করা হয়। এতে অন্যান্য সদস্যরা হলেন এ,এইচ,তানভীর, জিলুর রহমান সিদ্দিকী, হাজী মো নিজাম উদ্দিন, নিজাম উদ্দিন, মিছবাহ উদ্দিন, মো আব্দুল বাছিত, তুহেল আহমদ চৌধুরী, শাব্বির আহমেদ, মোছলেহ উদ্দিন, আবদুল মুকিত,মামুনুর রশীদ,জয়নাল আবেদীন, ফজলে রাফি চৌধুরী ইরাদ,ময়জু চৌধুরীসহ ১৫ সদস্য বিশিষ্ট ৪ নং শেওলা ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।