বড়লেখা

বড়লেখায় মাদ্রাসা শিক্ষক’কে বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, বড়লেখাঃ  মৌলভীবাজারের বড়লেখায় পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী (জুনিয়র) শিক্ষক মো. আলাউদ্দিন খাঁনের অবসরজনিত বিদায় উপলক্ষে ভার্চুয়ালি বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২৫ নভেম্বর (শুক্রবার) বাংলাদেশ সময় রাত ৮ টায় মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মাদ্রাসা অফিসকক্ষে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত ভার্চুয়াল বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান লন্ডন থেকে প্রাক্তন ছাত্র আবু নোমান ও মাদ্রাসার আজীবনদাতা সদস্য সাংবাদিক কাজী রমিজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় মাদ্রাসার প্রাক্তন ছাত্র মো. ইবাদুর রহমান জাকিরের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

অনুষ্ঠানে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও মাদ্রাসার আজীবন দাতা সদস্য মো. নাজমুল হক টুনু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক ও আজীবন দাতা সদস্য মাওলানা আব্দুস ছবুর,প্রাক্তন শিক্ষক মাওলানা লিয়াকত হোসেন, বড়লেখা আইডিয়াল সোসাইটির সভাপতি ও সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম, দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারী আব্দুল গফুর মফিক, আরবী প্রভাষক মাওলানা আব্দুল কাদির, আলোকিত বড়লেখার সেক্রেটারী লন্ডন প্রবাসী জয়নাল আবেদীন, মাদ্রাসার ইবতেদায়ী প্রধান মাওলানা হারুনুর রশীদ, মাদ্রাসার গর্ভনিং বডির সদস্য এমরানুল হক, উত্তর শাহবাজপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. সাইফুল্লাহ, জুনিয়র শিক্ষক জনাব ফয়জুল হক, প্রাক্তন ছাত্র আজীবনদাতা সদস্য মাওলানা. হাবিবুল করিম,আজীবনদাতা সদস্য লন্ডন প্রবাসী ফেরদৌস আহমদ, ফ্রান্স প্রবাসী তারেক আহমদ, আমেরিকা প্রবাসী সালা উদ্দীন শাহিন, হোসাইন আহমদ , তোফায়েল আহমদ, লন্ডন প্রবাসী জিয়াউর রহমান জিয়া, ফয়সল আহমদ রাসেল ,জাহেদ আহমদ,মাদ্রাসার অতিরিক্ত শিক্ষক মাওলানা কমর উদ্দিন (বাদশা), বীমা কর্মকর্তা মোঃ মোস্তাক আহমদ, লন্ডন প্রবাসী মো.রুহেল আহমদ,আজীবন দাতা সদস্য লন্ডন প্রবাসী মো. জামিল আহমদ, লন্ডন প্রবাসী আব্দুল কাদির ও মো. সামসুদ্দোহা মনজু প্রমূখ।

এসময় মাদ্রাসা অফিস কক্ষে প্রজেক্টর মাধ্যমে ভার্চুয়াল অনুষ্টানে উপস্হিত ছিলেন জুনিয়র শিক্ষক মাওলানা জাহিদ আহমদ, প্রাক্তন ছাত্র জুবায়ের আহমদ, শিক্ষক ক্বারী ছফির উদ্দীন, ময়নুল ইসলাম।

অনুষ্ঠান শেষে দেশ বিদেশ থেকে প্রায় ১৫০ জন প্রাক্তন ছাত্রের ভার্চুয়াল উপস্থিতিতে বিদায়ী শিক্ষক মো. আলাউদ্দীন খানকে ক্রেস্ট তুলে দেন মাদ্রাসার অফিস কক্ষে উপস্হিত অতিথিবৃন্দ।

Back to top button