বিয়ানীবাজার সংবাদ
জকিগঞ্জে ৩ দিন থেকে বিয়ানীবাজার সরকারি কলেজের ছাত্র নিখোঁজ

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জে ৩ দিন থেকে এক কলেজ ছাত্র নিখোঁজ রয়েছে।নিখোঁজ ছাত্র উপজেলার বারহাল ইউনিয়নের আখাব গ্রামের আব্দুল আহাদ খান (মায়নু মিয়া) এর পুত্র বিয়ানীবাজার সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আদনান খান নাহিম(১৭)।
জানা যায়, নাহিম গত ১৬ ডিসেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয়৷ এরপর থেকে অনেক খোঁজাখোঁজির পরও তার কোনো সন্ধান মিলছে না৷
এ ব্যাপারে তার ভাই আব্দুল্লাহ খান জাকারিয়া জকিগঞ্জ থানায় একটি জিডি এন্ট্রি করেন। জিডি নং-৮৩৩, ১৯ ডিসেম্বর। কোনো সুহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে আব্দুল্লাহ খান জাকারিয়া গ্রাম: আখাব, পোস্ট অফিস : বারহাল, উপজেলা: জকিগঞ্জ, সিলেট। মোবাইল: ০১৭২৮৬৬৮৯৮২ এ ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।