বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার আল ইসলাহ’র সভাপতি হাফিজ আব্দুল মতিন আর নেই, জানাজা আড়াইটায়

বিয়ানীবাজার টাইমসঃ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি ও মাথিউরা দারুল উলুম হাফিজিয়া মাদরাসা’র প্রিন্সিপাল হাফিজ মোঃ আব্দুল মতিন আর নেই। মঙ্গলবার সন্ধায় তিনি বিয়ানীবাজার পৌরশহরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, হাফিজ মো. আব্দুল মতিন দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, ডায়াবেটিস ও কোলেস্টেরল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ বুধবার দুপুর ২টা ৩০ মিনিটের সময় দক্ষিণ দাসউরা পূর্বপার গোরস্তান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

উল্লেখ্য শিক্ষক ও রাজনীতিক মোঃ আব্দুল মতিনের বাড়ি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের দক্ষিণ দাসউরা গ্রামে। তিনি আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) এর একান্ত স্নেহভাজনদের মধ্যে একজন।

Back to top button