বিয়ানীবাজারে শীতকালীন সবজি চাষে বাম্পার ফলনের আশায় কৃষকরা
মহসিন রনি,বিয়ানীবাজারঃ কৃষিতে উর্বর বিয়ানীবাজার উপজেলা প্রতিবছর শীতকালীন সবজি চাষ করে লাভবান হওয়ার আশায় বসে থাকেন কৃষকরা। তাই তো মৌসুম এলে পুরো বছরের তুলনায় নভেম্বর ডিসেম্বরে শীতকালীন সবজি চাষে ব্যাস্ত সময় পার করেন এই উপজেলার কৃষকরা।
উপজেলার বিয়ানীবাজার মুড়িয়া,তিলপাড়া, মাথিউরা, আলীনগর, দুবাগ ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে বিস্তীর্ণ জমি শীতকালীন সবজিতে ভরে গেছে। এসব জমিতে উৎপাদিত লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি, লালশাক, মূলা শাক, পালং শাক উপজেলার বাজার গুলোতে চাহিদা মিটিয়ে সিলেটের বিভিন্ন উপজেলায় পাঠাচ্ছেন স্থানীয় কৃষকরা যার ফলে এখন তাদের মুখে অনেকটাই হাসি ফুটেছে।
তবে ইউনিয়ন গুলোর সাথে পাল্লা দিয়ে বিগত বছর গুলোর তুলনায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে শীতকালীন সবজি চাষে মনোযোগী হয়েছেন কৃষকরা। ফতেহপুর, লাসাইতলা, নয়াগ্রামে একাধিক কৃষক শীতকালীন সবজি বাজারে বিক্রি করেছেন।
বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, জমিতে এখন লাল শাক, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, লাউ তুলতে কৃষক-কৃষাণিরা ব্যস্ত। সবজি বিক্রি করে দামও ভালো পাচ্ছে। ভালো লাভও হচ্ছে।
কৃষক ময়না মিয়া বলেন,শীতকালীন সবজির জনপ্রিয়তা থাকায় প্রতিবছর আমরা বেশি বেশি করে
লাল শাক, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, লাউ চাষ করে থাকি।স্থানীয় বাজার গুলোতে সরবরাহ করার পর বিভিন্ন উপজেলাতেও আমরা আমাদের সবজি গুলো পাঠাই যার ফলে পুরো বছরের তুলনায় শীতকালে একটু চাপ মুক্ত থাকি আমরা।
উপজেলার শেওলা ইউনিয়নের চারাবই গ্রামের কৃষক রহিম উদ্দিন বলেন, এ বছর বাজারে সবজির চাহিদা বেশি যার ফলে জমিতে প্রতিদিন ব্যাস্ত সময় পার করছ। আশা করা যায় এ বছর ভালো ফলন হবে।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, এই বছর বিয়ানীবাজারে প্রায় ৬ হাজার হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছে এবং আশা করা হচ্ছে। গত বছরের তুলনায় এবার অনেক বেশি শাক-সবজি উৎপাদিত হবে। এতে কৃষকরা প্রচুর লাভবান হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরো জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ও কৃষি বিভাগের সঠিক পরামর্শে বিয়ানীবাজার কৃষকরা আগাম জাতের শীতকালীন সবজি চাষে লাভের মুখ দেখছেন। তিনি বলেন, সবজি ক্ষেতে যাতে ক্ষতিকারক রাসায়নিক সার প্রয়োগ না করেই ফলন বৃদ্ধি করা যায়, সে বিষয়েও সার্বক্ষণিক পরামর্শ দেয়া হচ্ছে কৃষকদের।