বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় যুবক আহত

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিন বাজারের জামান প্লাজার সামনে সড়ক দুর্ঘটনায় এক যুবক আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধান সড়কে মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে এক তরুন অজ্ঞান হয়ে পড়ে গিয়ে আহত হোন। স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেছেন।

তবে আহত অবস্থায় উদ্ধার তরুনের পরিচয় নিশ্চিত করা যায়নি। সিসিটিভির ফুটেজে দেখা যায়, পৌর শহরের দক্ষিন বাজার থেকে একটি বাইকে করে এক তরুন উত্তর বাজারমুখী দ্রুত যাচ্ছিলেন। হঠাৎ ডিভাইডের পাশে থাকা এক ব্যাক্তির সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে পড়ে গিয়ে আহত হয়েছেন। এই দুর্ঘটনায় মোটরসাইকে আরোহী ও আহত হয়েছেন। তাদের দুজনকে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

Back to top button