নানা আয়োজনে বড়লেখা মুক্ত দিবস পালন
বড়লেখা প্রতিনিধিঃ ৬ ডিসেম্বর বড়লেখা হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বড়লেখা প্রেসক্লাব, উদীচী শিল্পীগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে যৌথভাবে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে পৌর শহরে র্যালী ও পরে আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল খালিক, এখলাছুর রহমান, আইনজীবী মুক্তিযোদ্ধা মাখন লাল দাস, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, মুক্তিযোদ্ধা সন্তান প্রভাষক সফিউল আলম, সাবলু মিয়া, আব্দুস শুক্কুর, সামছুল ইসলাম রিফাত প্রমুখ।