বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে আবারো বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, আরো দুইজন করোনা পজিটিভ
বিয়ানীবাজার টাইমসঃ শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে করোনার প্রকোপ বাড়বে এটি অনেকটাই অনুমেয় ছিলো। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজারে আবারো বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আজ শুক্রবার দুইজন নতুন করোনা আক্রান্ত রোগীর খবর জানিয়েছে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। সন্ধ্যায় অফিসিয়াল ফেসবুক পেইজে আক্রান্তের খবর জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
এনিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৪ জনে। নতুন করে আক্রান্তদের মধ্যে উপজেলার পৌর এলাকার নয়াগ্রামের একজন এবং লাউতা ইউনিয়নের জলঢুপ এলাকার একজন।
উল্লেখ্য, উপজেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮৪ জন, মৃত্যুববরন করেছেন ২৬ জন এবং বাকিরা হাসপাতালের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।