বিয়ানীবাজারে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪ আসামী গ্রেফতার

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানভুক ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গনমাধ্যমে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গ্রেফতারের তথ্য জানায় বিয়ানীবাজার থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে উপজেলার কামারগ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে আতর আলী (৩৬), একই এলাকার মৃত ফাতা হামিদের ছেলে বাবলা আহমেদ (৩২), বারইগ্রাম (কসকটখা) গ্রামের কটন আলীর ছেলে দিলদার (২৪) এবং লাসাইতলা গ্রামের মৃত রজব আলীর ছেলে সেলিম আহমদ (৩২)।
পুলিশ সুত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে বিয়ানীবাজার থানার এসআই/খবির উদ্দিন, এএসআই/রতন মিয়া, এএসআই/মোকলেছ মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের আটক করে। ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় নিশ্চিত করে জানান, সিলেট পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নিদের্শনা মোতাবেক অপরাধ নিরোধকল্পে পরোয়ানা আসামী সহ অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান চলমান থাকবে।