বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে অসিম কান্তি তালুকদারের যোগদান
নিজস্ব প্রতিবেদক- বিয়ানীবাজার উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন অসিম কান্তি তালুকদার। মঙ্গলবার (১ ডিসেম্বর) বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান দিলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক প্রতিনিধিরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
অসিম কান্তি তালুকদার বিয়ানীবাজার উপজেলা আইসিটির ট্রেইনার একাধারে বালিকা উচ্চ বিদ্যালয়ে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক।
তিনি বলেন, বিদ্যালয়ের উন্নয়ন এবং পাঠদানের মান আরো উন্নত করতে আমি সর্বদা সকলকে নিয়ে কাজ করে যাবো, এতে আমার সকল সহকর্মী এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করছি।