বিয়ানীবাজার সংবাদ

কুলাউড়ায় সরকারি গুদামে সরাসরি ধান বিক্রি করতে পারবেন কৃষক

কুলাউড়া প্রতিনিধি –কুলাউড়ায় চলতি আমন মৌসুমে প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি আমন ধান সংগ্রহ করবে সরকার। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কুলাউড়া সরকারি গুদামে সরাসরি এসে ধান বিক্রয় করতে পারবেন কৃষকরা।

কুলাউড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিণয় কুমার দেব জানান, গত ৭ নভেম্বর থেকে শুরু হওয়া আমন ধান সংগ্রহের এ কার্যক্রম চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি-২০২১ইং পর্যন্ত। বিগত দিনে লটারীর মাধ্যমে নির্দিষ্ট কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হতো। কিন্তু এবার লটারীর কোন আয়োজন না করে উন্মুক্ত করে দেয়া হয়েছে।

কুলাউড়া কৃষি অফিসের তালিকাভূক্ত প্রত্যেক কৃষক নি¤œতম ১টন থেকে সর্বচ্ছো ২টন পর্যন্ত ধান সরাসরি এসে সরকারি গুদামে বিক্রি করতে পারবেন। প্রতি কেজি ধান ২৬ টাকা করে মূল্য নির্ধারণ করা হয়েছে।

Back to top button