বড়লেখা

বড়লেখায় আওয়ামীলীগ দলীয় প্রার্থী কামরানের মনোনয়নপত্র দাখিল

বিয়ানীবাজার টাইমস ডেস্ক- মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার দুপুরে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও ত্রাণ বিষয়ক সম্পাদক কবিরুজ্জামান চৌধুরীসহ দলীয় নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভায় ভোট গ্রহণ করা হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ৩ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর।

Back to top button