বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের বিয়ানীবাজারে বিয়ের প্রলোভনে এক তরুনিকে ধর্ষণের অভিযোগে মামুন (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার রাতে উপজেলার চারখাই থেকে তাকে গ্রেফতার করা হয়।সে জকিগঞ্জ উপজেলার মোতাহার আলীর ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়,কৌশলে ফরিদা বেগম(ছদ্মনাম) নামের এক তরুণিকে বিয়ের প্রলোভন দেখিয়ে কানাইঘাট উপজেলায় নিয়ে  বিভিন্ন স্থানে রাত্রিযাপন করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর আগষ্টের ২১ তারিখ ভিকটিমের মা বাদি হয়ে থানায় মামলা করেন।মামলার পরিপ্রেক্ষিত জেলা পুলিশ সুপারের নির্দেশে সোমবার রাতে চারখাই থেকে আসামীকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জনাব হিল্লোল রায় নিশ্চিত করেন।তিনি জানান,মঙ্গলবার আসামীকে কোর্টে প্রেরণ করা হবে।

Back to top button