বড়লেখা

বড়লেখায় মুক্তিযুদ্ধে শহীদ ডা.নুরকে স্মরণ রাখতে নির্মাণ হচ্ছে স্মৃতিস্তম্ভ

নিজস্ব প্রতিবেদক,বড়লেখা: ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধের সময় পাক বাহিনীর গুলিতে শহীদ হন বড়লেখার ৩ নং নিজবাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আওয়ামীলীগ নেতা ডা. আব্দুন নুর। তাকে বাড়ি থেকে ধরে এনে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গুলি করে হত্যা করে পাক বাহিনী। পরে সেখানেই আব্দুর নুরকে তারা মাটি চাপা দেয়।

যুদ্ধের প্রায় ৪৯ বছর পর শহীদ ডা. আব্দুল নুরের আত্বত্যাগের সেই সেই স্থানে নির্মান হচ্ছে স্মৃতিস্তম্ভ।ডা. নুর স্মৃতি সংসদের অর্থায়নে বুধবার স্মৃতিস্তম্ভ নির্মান কাজের উদ্বোধন করেন ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।

এসময় উপস্থিত ছিলেন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামিলীগের জেষ্ঠ্য সহ-সভাপতি রফিক উদ্দিন আহমদ,শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাছিত ও শিক্ষকবৃন্দ।

Back to top button