বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে হঠাৎ ঠান্ডা বাড়ায় ঘরে ঘরে বেড়েছে সর্দি-জ্বরের রোগী

মহসিন রনি- নভেম্বরের প্রথম সপ্তাহে শীতের আগমনী বার্তায় কিছুটা হলেও টের পাওয়া গিয়েছিল, দ্বিতীয় সপ্তাহে তো প্রতি রাতে ২০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমে আসছে। ভোরে কুয়াশা আর হঠাৎ ঠান্ডায় শরীরে স্বাভাবিক তাপমাত্রার সাথে মানিয়ে নিতে অনেক সময় লাগবে যার ফলে প্রথম ধাক্কায় বিয়ানীবাজারে ৭০ শতাংশ ঘরে বেড়েছে সর্দি-জ্বর সহ গলা ব্যাথা। অনেকের মধ্যে করোনার উপসর্গ থাকলে ঘরোয়া পদ্ধতিতে এন্টিবায়োটিক সেবনে সুস্থ হয়ে যাচ্ছেন।

সালমান নামের পৌর শহরের এক বাসিন্দা বলেন, শীতের শুরুতে গলা ব্যাথা সহ জ্বরে কয়েকদিন থেকেই বাড়িতে আছেন। এন্টিবায়োটিক সেবনে করছেন এখন কিছুটা সুস্থ।

এদিকে শীতের শুরুতে বিয়ানীবাজারে বাড়তে শুরু করেছে করোনার রোগী। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সরকারি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে নো মাস্ক নো সার্ভিস। তবে বিয়ানীবাজারে এখানে সচেতন নয় মানুষ চিকিৎসকরা মনে করছেন মাস্ক ব্যাবহার না করার ফলে সর্দি-জ্বর সহ করোনার পউপসর্গ যুক্ত রোগী বাড়ছে।

এ বিষয়ে ডাক্তার শিব্বির আহমেদ সোহেল বলেন, আবহাওয়া পরিবর্তনের ফলে সর্দি-জ্বরের রোগীর সংখ্যা বাড়ছে,আতংকিত হওয়ার কিছু নেই যেহেতু আমরা করোনাকাল পার করছি সতর্কতা অবলম্বন উচিত।

Back to top button