বড়লেখা

বড়লেখায় সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখায় কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন যাত্রী আহত হয়েছেন।আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০ ঘঠিকার দিকে উপজেলার মাধবগুল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,বুধবার সকালে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের মাধবগুল এলাকায় সিএনজি চালিত অটোরিকশা দুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে দুমড়ে মুছড়ে যায় সিএনজি দুটি।এ ঘটনায় সিএনজির ভিতরে থাকা ৫ জন যাত্রী আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বড়লেখা থানার এসআই সুব্রত কুমার।

Back to top button