বড়লেখা

বিজিবি’র অভিযানে বড়লেখায় ১৫টি অবৈধ ভারতীয় মহিষ জব্দ

আব্দুর রব॥ বড়লেখায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১০ লাখ টাকার ১৫টি অবৈধ ভারতীয় মহিষ আটক করেছে। রোববার বিকেলে বিজিবি জব্দ মহিষগুলো কাস্টমসে জমা দিয়েছে। চোরকারবারীরা উপজেলার বোবারথল সীমান্ত দিয়ে মহিষগুলো ভারত থেকে পাচার করেছিল।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে সীমান্ত এলাকায় লাতু কোম্পানী কমান্ডার হাবিলদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালায়। বিজিবি বোবারথল সীমান্তের মেইন পিলার পিলার ১৩৮০/৩-এস হতে ১৫ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বড়লেখা উপজেলার দক্ষিণ-পশ্চিম মাঝগান্দাই নামক স্থান থেকে ১৫টি অবৈধ ভারতীয় মহিষ আটক করে। তবে প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, বিজিবি শনিবার রাতে বড়লেখা পৌরসভা এলাকার রেলওয়ে যুবকসংঘ মাঠ এলাকা থেকে ভারতীয় অবৈধ মহিষগুলো আটক করে লাতু ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গাজী শহীদুল্লাহ জানান, গোপন তথ্যে বিজিবি’র লাতু কোম্পানীর টহল দল ১৫টি অবৈধ ভারতীয় মহিষ আটক করেছে। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। রোববার বিকেলে জব্দ মহিষগুলো কাস্টমসে জমা দেয়া হয়েছে।

Back to top button