বড়লেখা

তৃণমুলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

নিজস্ব প্রতিবেদক :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, দেশের তৃণমুল পর্যায়ের মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বুধবার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলার ভোলারকান্দি, হরিপুর ও মোহাম্মদনগর কমিউিনিটি ক্লিনিকের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদীপ বিশ^াস, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ, উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কমিটর সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস।

এসময় বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Back to top button