বিয়ানীবাজার সাইক্লিস্টস এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন

বিয়ানীবাজার টাইমসঃ সাইক্লিং সংগঠন বিয়ানীবাজার সাইক্লিস্টস এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপন এবং সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) গোলাবিয়া পাবলিক লাইব্রেরিতে এডমিন মিজান আলীর সভাপতিত্বে মহসিন রনি সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সাইক্লিং কমিউনিটির মডারেট মনজুর আরিফ, হুমায়ুন রশিদ হানি,জুনেদ আহমেদ,ওবায়েদ আহদ, আব্দুল্লাহ আল মাছুম মুন্না,শাহরিয়ার রহমান ইশান,আলাল আহমদ প্রমুখ।
মুক্ত আলোচনা আনুষ্ঠানের দিন ব্যাপি কার্যক্রমের সুচনা হয়। এ সময় সিলেট এবং গোলাপগঞ্জ থেকে আসা সাইক্লিস্টসরা তাদের অনুভূতি তুলে ধরেন। এ সময় কেক কর্তন জার্সি উন্মোচন সহ বিয়ানীবাজার সাইক্লিস্টস এর নতুন কমিটি ঘোষণা করা হয়৷
উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ ই অক্টোবর যাত্রা শুরু করে সাইক্লিং সংগঠন বিয়ানীবাজার সাইক্লিস্টস। ধারাবাহিক ভাবে বিভিন্ন জাতীয় দিবস সহ নিয়মিত স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সংগঠনটি কাজ করছে।