বিয়ানীবাজার সংবাদ

হাজারো ছাত্রের চোখের জলে চিরনিদ্রায় শিক্ষক আব্দুর রহমান

বিয়ানীবাজার টাইমস ডেস্কঃ বুধবার সকাল থেকে বিয়ানীবাজার পৌরশহরে মানুষের ভিড়। সবার উদ্দেশ্য এক, প্রয়াত শিক্ষক আব্দুর রহমান স্যারের জানাযার নামাজে শরীক হতে লোকে লোকারণ্য শহর। কোথাও ঠাঁই নাই অবস্থা।

সকাল ১১টায় জানাযার নামাজ অনুষ্টিত হওয়ার কথা থাকলেও প্রিয় শিক্ষক আব্দুর রহমান স্যারের মরদেহ একটু আগেই নিয়ে আসা হয় জানাযাস্থলে। সেখানে স্যারকে একনজর দেখতে ছাত্র-শিক্ষকসহ সকল শ্রেণী পেশার মানুষের ভিড়।

উপস্থিত সবাই স্যারের স্মৃতিচারণ করে অশ্র“সজল। চোখে জল ছলছল অবস্থায় প্রতিক্রিয়া জানান অনেকেই। আব্দুর রহমান স্যার বিয়ানীবাজারের অনেক প্রতিষ্টিত ব্যক্তিবর্গের শিক্ষক। তার শাসন-বারণ আর ব্যক্তিত্বে মুগ্ধ এ উপজেলার মানুষ। নিজের কর্মস্থলের বাইরে আরে কোথাও তাঁর বিচরণ নেই। তবে হাজারো ছাত্রের হৃদয়ে স্যারকে নিয়ে অনুভূতি অন্যরকম, আবেগমাখা।

এদিকে বুধবার সকাল ১১টায় পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযায় প্রাক্তন ছাত্র, শিক্ষক, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাঁর মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

জানাজার আগে মরহুমের আত্মার মাগফিরাত চেয়ে বক্তব্য দেন পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিক্ষাবিদ আলী আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হাছিব মনিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাছিব জীবন, পৌরসভার প্যানেল মেয়র-২ ও কাউন্সিলর নাজিম উদ্দিন, দাসউরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজির উদ্দিন আনসার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, রোটারীয়ার সালেহ আহমদ প্রমুখ।

এর আগে মঙ্গলবার বিকাল ৫টায় তিনি পৌর এলাকার নয়াগ্রামস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

Back to top button